সাটুরিয়া শিক্ষক সমিতির সভাপতি পদে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ও দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুর রহমান বাবুল কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন। সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার দুপুরে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান। এ সময় সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আক্তারুজ্জামান খান আরিফ, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি বরকত মল্লিক, যুবদলের আহবায়ক আমির হামজা, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মহসিন উজ্জামান মহসিন ছাড়াও সাটুরিয়া উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। পরে সর্ব সম্মতিক্রমে মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির উদ্দিন সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পদে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুর রহমান বাবুলের নাম ঘোষনা করেন। এ সময় তিনি বলেন, পূর্নাঙ্গ কমিটি আলোচনার মাধ্যমে দ্রুত ঘোষনা করা হবে।