শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে সকালেই বরগুনা বিএনপি রাজপথে নেমেছে। এদিকে শহরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী ও পুলিশের সদস্যরা টহল ও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে সকাল ১১ বিএনপি কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতা কর্মীরা মিছিলটিতে অংশগ্রহণ করে। শহরের বিভিন্ন সড়ক ঘুরে তারা সদররোড এলাকায় সমবেশ করে। সমাবেশে নূর হোসেন দিবস উপলক্ষে জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠন যুবলীগ ও তার নেতাকর্মীদের মাধ্যমে শেখ হাসিনা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার নির্দেশ দিয়েছে। রাত থেকেই আমরা এই ষড়যন্ত্রের জবাব দিতে মাঠে রয়েছি।