নীলফামারীতে বিজিবির সৈনিক পদে নিয়োগ পরীক্ষায় ‘অনিয়মের’ অভিযোগে নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন চাকরি প্রত্যাশীরা। অবশেষে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভের মুখে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। শনিবার বিজিবি-৫৬ ব্যাটালিয়ন নীলফামারী সদর দপ্তরের সামনে নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন চাকরি প্রত্যাশীরা। এ সময় সড়কের দুই দিকে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী সদর দপ্তর কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বিজিবি-৫৬ নীলফামারী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আলী আকবর বলেন,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাদের আবার মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, বিজিবির সৈনিক পদে পরীক্ষা দিতে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ৫৬ ব্যাটালিয়নের মাঠে জড়ো হন। এক থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকার পর ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু হয়। নির্দিষ্ট সময়ের পরে যারা এসেছেন,তাদের ডাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিল না। মেডিকেল পরীক্ষা না করে অনেককে বের করে দেওয়ার ঘটনাও ঘটে। এসব বিষয় নিয়ে চাকরিপ্রত্যাশীরা প্রতিবাদ করলে তাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। পরে বিজিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এক পর্যায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিজিবি কর্তৃপক্ষ। নীলফামারী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আলী আকবর বলেন, সৈনিক পদে চাকরি প্রত্যাশীদের এসএমএসের মাধ্যমে সময় ও তারিখ জানানো হয়েছিল। পরীক্ষার জন্য নিয়োগ টিম বাহিরে থেকে এসেছে। চাকরিপ্রত্যাশীরা দাবি করেন যে, তাদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল। মেডিকেল পরীক্ষা ঠিকভাবে করা হয়নি। এমন অভিযোগ শোনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাদের আবার মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।