শরিয়তপুর জেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে বেপরোয়া গতির অটোরিক্সা চাপায় হুমায়রা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ৯ নভেম্বর রোববার দুপুরে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ মতিন খানের কান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুটির মাথা ও মুখমন্ডল থেতলে যায়। আশংকাজনক অবস্থায় স্বজনারা তাকে মেঘনা নদী পাড়ি দিয়ে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত শিশু হুমায়রা দক্ষিণ তারাবুনিয়া মতিন খান কান্দির সৌদি প্রবাসী ফারুক কাজীর মেয়ে। স্বজনরা জানায় শনিবার দুপুরে শিশু হুমায়ারা এলাকার নুরানি মাদ্রাসা থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুরুল হক প্রধানীয়ার ছেলের অটো চালক শাহপরান বেপরোয়া গতিতে অটোরিক্সা চালিয়ে আসার সময় ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে তার গায়ের উপর উঠিয়ে দেয়। এতে গাড়ির চাকার আঘাতে শিশুটির মাথা ও মুখ মন্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। শিশুর মা চাঁদনী বেগম ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই হানিফ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করেন। এই ঘটনা জানার পর চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া শিশুর পরিবারকে খবর দিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং স্বজনরা লাশ নিয়ে যান।