জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র - জনতার আন্দোলনে চাঁদপুরের মৃত্যুবরণকারী শহীদদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ৯ নভেম্বর তারা মতলবের বিভিন্নস্থানে নিহতের কবর জিয়ারত করেন। এসময় শহীদ মিজানুর রহমান ঠিকানাঃ পিংড়া, উপাদি দক্ষিন, মতলব দক্ষিন, আব্দুর রহমান গাজী, মধ্য পিংড়া, গাজীবাড়ি,মাস্টার বাজার, মতলব দক্ষিণ। দ্বীন ইসলাম বেপারি মধ্য ঠেটালিয়া, এনায়েত নগর, মতলব উত্তর ও নাইমা সুলতানা আমুয়াকান্দি, মতলব উত্তর সফর করে নিহত শহীদদের কবর জিয়ারত করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয় চাঁদপুর জেলার বিভিন্ন প্রান্তের মোট ৩১ জনকে( সত্যায়িত)। কেউ ছিল আন্দোলনকারী কেউ ছিল পথচারী ,কেউ ছিল কাজের উদ্দেশ্যে বের হওয়া রিকশাচালক ,দিন-মজুর যারা এই আন্দোলনে আন্দোলনকারীও ছিল না । তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে আওয়ামী পুলিশ। চাঁদপুরের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সকল ৩১ জন শহীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শুরু করেছেন তার প্রেক্ষিতে শনিবার মতলবের ৫ শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কবর জিয়ারত করেন। এবং এর পাশাপাশি তারা আহতদের উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।