ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইয়াছিন লিটন কে আটক করেছে পুলিশ। সে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী, হত্যা চেষ্টাও বিস্ফোরক সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। দৌলতখান থানা পুলিশ ৯ নভেম্বর শনিবার রাতে তাকে ওই ইউনিয়নে তার খামার বাড়ি থেকে তাকে আটক করে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, হত্যাচেষ্টা সহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান ইয়াছিন লিটন জুলাই বিপ্লবের পর থেকে এলাকায় গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার উপপরিদর্শক এসআই জসিমউদদীন সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তার খামার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। রবিবার ১০ নভেম্বর দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, আটককৃত সাবেক চেয়ারম্যান ইয়াছিন লিটন এর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা সহ একাধিক মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। তাকে ভোলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।