জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক জনসভায় বক্তারা বলেছেন আওয়ামীলীগ কোন রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী দল। ১৯৭১ থেকে ৭৫ এর ১৫ আগস্টের পূর্ব পর্যন্ত তৎকালে শেখ মুজিবুর রহমান এদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। আর তাই শেখ মুজিব হচ্ছে ফ্যাসিবাদের জনক। তারই যোগ্য উত্তরসুরী শেখ হাসিনা হচ্ছে এদেশের দ্বিতীয় ফ্যাসিস্ট। আজ শনিবার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিকেলে পিরোজপুর জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলার পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক (ঢাকা মহানগর দক্ষিণ) মোহাম্মদ আওয়াল আকন প্রমুখ। সভায় বক্তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপাস্থপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের শ্রমিক শ্রেনীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।