টেস্টে ঘরের মাঠটাকে দুর্গই বানিয়ে ফেলেছিল ভারত। আর সেই দুর্গেই দীর্ঘ বিরতির পর হানা দেওয়ার মতো শ্রেষ্ঠত্ব দেখিয়েছে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর সিরিজ নিয়ে বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পর্যালোচনামূলক সেই সভায় ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকার ও বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ। আর সেই সভাই আলোচনার জন্ম দিয়েছে। কারণ সভার স্থায়িত্ব ছিল প্রায় ৬ ঘণ্টার মতো!
সভাটি হয়েছে মুম্বাইয়ে বোর্ডের প্রধান কার্যালয়ে। এর সত্যতার কথা স্বীকার করেছেন বোর্ডের অভ্যন্তরীণ এক সূত্র। তিনি দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘হ্যাঁ, প্রায় ৬ ঘণ্টার মতো সভা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার। সভায় কিউইদের কাছে প্রথমবার সিরিজ হারের বিষয়টি পর্যালোচনায় ছিল। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। যাতে সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নেওয়া যায়।’
বৈঠকের বিস্তারিত সম্পর্কে যদিও জানা যায়নি। তবে পেসার জসপ্রীত বুমরাকে নিয়ে নির্বাচক কমিটির অস্বস্তির বিষয়টি প্রকাশ পেয়েছে। বিশেষ করে তৃতীয় টেস্টের আগে শেষ মুহূর্তে অভিজ্ঞ পেসারকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি। সেই টেস্টে ২৫ রানের ব্যবধানে হারে স্বাগতিক দল। ওই সূত্র আরও জানিয়েছে, ‘টেস্টের আগে বুমরার নাম প্রত্যাহারের বিষয়টি নির্বাচকদের জানানো হয়নি। আর এই যোগাযোগের ঘাটতিই শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরা হয়েছে। সব জায়গায় যোগাযোগের ঘাটতির বিষয়টি যেন না থাকে, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।’
সিরিজের দুই টেস্টে খেলা বুমরা মাত্র ৩টি উইকেট নিয়েছেন। ৪১ ওভারে গড় ছিল ৪২.৩৩। তার অবর্তমানে শেষ টেস্টে ফর্মহীন মোহাম্মদ সিরাজকে নামাতে বাধ্য হয় ভারত। যিনি পুরো ম্যাচে ছিলেন উইকেটহীন।