বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রথম নির্বাহী কমিটির সভা হয়েছে আজ। নবনির্বাচিত কমিটির প্রথম সভায় অনেকগুলো কমিটির চেয়ারম্যান নির্ধারণ করা হয়েছে।
এরমধ্যে সভাপতি তাবিথ আউয়াল নিজেই তিনটি কমিটি নিজের কাছে রেখেছেন। গতবার জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন কাজী নাবিল আহমেদ। এবার তিনি নির্বাহী কমিটিতে নেই। সভাপতি তাবিথ নিজেই জাতীয় দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। ফিন্যান্স কমিটি নিয়ে গত আমলে অনেক ঝামেলা তৈরি হয়েছিল। ফিফা থেকে আর্থিক অনিয়মের কারণে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে সাসপেন্ড হতে হয়েছিল। এছাড়া সালাম মুর্শেদীকে করা হয়েছিল জরিমানা। এবার তাবিথ জাতীয় দল ছাড়াও ফিন্যান্স কমিটি নিজের কাছে রেখেছেন। একই সঙ্গে ইমার্জেন্সি কমিটির দায়িত্বও নিয়েছেন তিনি।
কাজী সালাউদ্দিনের চতুর্থ মেয়াদে শেষ বছর লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের তৎকালীন সহ-সভাপতি ইমরুল হাসান। এবারও লিগ কমিটির চেয়ারম্যানের চেয়ারে তাকেই রাখা হয়েছে। তবে একটি ক্লাবের সভাপতি থাকার পরও লিগ কমিটিতে তাকে আবার চেয়ারম্যান করায় কেউ কেউ অবাক হয়েছেন। ক্লাবের সভাপতির পাশাপাশি লিগ কমিটির চেয়ারম্যান বিষয়টি অনেকটাই স্বার্থের সংঘাত।
বাফুফের প্রথম সভা শেষে নির্বাহী কমিটির সদস্য বিতর্কিত আমিরুল ইসলাম বাবুকে মিডিয়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আজ সংবাদ মাধ্যমকে তিনি স্ট্যান্ডিং কমিটি গঠন নিয়ে বলেছেন, ‘আজকের সভায় শুধুমাত্র ফিন্যান্স কমিটির মেয়াদ ৪ বছর নির্ধারিত হয়েছে। বাকি কমিটিগুলো এক বছরের জন্য। এক বছর পর মূল্যায়নের প্রেক্ষিতে নবায়ন করা হবে।’
বাফুফে সহ-সভাপতিদের মধ্যে নাসের শাহরিয়ার জাহেদী ডেভেলপমেন্ট কমিটি পেয়েছেন। ফাহাদ করিম মার্কেটিং ও সাব্বির আহমেদ আরেফ ঢাকা মহানগরী ফুটবল কমিটির দায়িত্ব পেয়েছেন।
দ্বিতীয় সর্বাধিক ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হওয়া ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে গভর্নমেন্ট রিলেশন কমিটির প্রধান করা হয়েছে। সদস্যদের মধ্যে যারা গতবার যে দায়িত্ব পালন করেছেন, তাদের বেশিরভাগই সেই কমিটির চেয়ারম্যান হয়েছেন।
ইকবাল হোসেন জেলা ফুটবল, টিপু সুলতান পাইওনিয়ার, মাহফুজা আক্তার কিরণ নারী ফুটবল, বিজন ও গাউস যুগ্মভাবে স্কুল ফুটবল, অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য মঞ্জুরুল করিম, অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ছাইদ হাসান কানন ও প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন জাকির হোসেন চৌধুরী।
নির্বাহী কমিটির বাইরে থেকে দুই জন দুটি কমিটির চেয়ারম্যান হয়েছেন। রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মঞ্জুরুল আলম দুলাল ডিএফএ মনিটরিং কমিটি ও গঠনতন্ত্র সংশোধন কমিটির চেয়ারম্যান হয়েছেন সাবেক আমলা মোহাম্মদ জকোরিয়া।
আজকের সভায় শুধু কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছে। কমিটির পূর্ণাঙ্গতা প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের ১৩৩ জন কাউন্সিলর রয়েছেন। এদের মধ্য থেকেই কমিটিগুলো গঠন করা হবে আমরা এ রকম আলোচনাই করেছি।’
তবে অন্যতম সদস্য সত্যজিত দাশ রুপুকে কোনও কমিটির দায়িত্ব দেওয়া হয়নি। অথচ রুপু গত চারটি ফেডারেশনে সদস্য পদে নির্বাচিত হয়ে আসছেন।
আজকের সভায় আলোচ্যসূচি ছিল ২৮টি। এর মধ্যে বাফুফের দেনা-পাওনা, সম্পত হিসাবসহ অনেক কিছুই ছিল। এই বিষয়ে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা অনেক বিষয় সম্পর্কে জেনেছি। যেগুলো আমাদের আভ্যন্তরীণ। অনেক এজেন্ডা ছিল কমিটি সংক্রান্ত। স্ব স্ব কমিটি সেগুলো পরবর্তীতে উপস্থাপন করবে।’