জাতীয় পার্টির কেন্দ্রিয় কার্যালয়ে হামলা, ভাংচুড় ও চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুর জেলা জাতীয় পার্টি প্রতিবাদ সভা করেছে । আজ শনিবার বেলা ১১ টায় জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা কার্যালয়ে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: বশির আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য মো: সোহেল খান, জেলা যুবসংহতির সদস্য সচিব আবুল কালাম সিকদার, সদস্য মীর ওমর আলী, সদর উপজেলার যুবসংহতির আহবায়ক আ: কাইয়ুম সেখ, পৌর যুবসংহতির আহবায়ক রুমেল সেখ। এসময় বক্তক্তারা বলেন বাংলাদেশ জাতীয় পার্টি বানের জলে ভেসে আসা কোন দল নয় যে ধাক্কা দিলেই পালিয়ে যাবে। জাতীয় পার্টি অতীতে ছিলো, বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে। জাতীয় পার্টির নেতাকর্মীরা কোন সরকারের আমলে পালায়ই এখনো পালাবে না। স্বৈরাচার পতনে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় পার্টির কেন্দ্রিয় কার্যালয়ে হামলা ভাংচুর ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা বলেন অবিলম্বে তাদের চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।