চট্টগ্রামের হাটহাজারীর বালুখালী জগৎ জ্যোতি বৌদ্ধ বিহারে পবিত্র দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে অস্ট উপকরনসহ সহ সংঘদানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকাল বেলায় বিহার চত্বরে এ উপলক্ষে আয়োজিত দান সভায় সভাপতিত্ব করেন রুদ্রপুর ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথের। বিহার পরিচালনা কমিটির কর্মকর্তা আইনজীবী মিঠু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির কর্মকর্তা প্রকাশ বড়ুয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া। সভায় অতিথি ছিলেন হাটহাজারী অঞ্চলের সংঘরাজ ভদন্ত শাসনানন্দ মহাথের, ডঃ দেবপ্রিয় মহাথেরো, ডঃ বুদ্ধপাল মহাথের, এম বুধিমিত্র মহাথের, সংঘরত্ন মহাথেরো। অনুষ্ঠানে আর্শীবাদ প্রদান করেন বিহারাধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরো। সভায় দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে পঞ্চশীল প্রার্থনা করেন আদেশ বড়ুয়া। বিকালে চীবর দান অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘোষিত করা হয়।