মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা ঈদগাঁ মাঠে এই সমাবেশ হয়। সমাবেশে ইমামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। সমাবেশে আরও বক্তৃতা করেন এ সময় বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াসউদ্দিন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মোতাহার হোসেন জাহাঙ্গীর, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক যুগ্ন আহবায়ক বোরহান উদ্দিন ভুইয়া, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহি কমিটির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম জসিম, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুব আলম খান, শফিকুর রহমান সিকদার, উপজেলা যুবদল দলের আহ্বায়ক মোঃ অহিদুজ্জামানসহ ইউনিয়নের ৮টি ওয়ার্ডের বিএনপি নেতৃবর্গ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ।