শনিবার দুপুরে যশোরের ঝিকরগাছায় পাইলট বালিকা বিদ্যালয় এর মধ্যে কুপিয়ে বোমা ফাটিয়ে সন্ত্রাসী পিয়ালকে খুন করেছে অপর সন্ত্রাসীরা। এরা সকলেই বিএনপির অঙ্গ সংগঠনের কর্মী সমর্থক বলে জানা গেছে। বিকেলে সাড়ে ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ছিল। পূর্ব শত্রুতার জের হিসেবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনায়স্থল পরিদর্শনে রয়েছেন নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান সহ পুলিশ ্র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। তবে স্কুলটিতে সিসি ক্যামেরা থাকায় সন্ত্রাসীদের সনাক্ত করতে অসুবিধা হবে না বলে একাধিক সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শী জুয়েল জানান, দুপুর অনুমান একটার দিকে পিয়াল জাহিদ সাগর সহ আরো অনেকে প্রাইভেট স্ট্যান্ডে যাচ্ছিল। পথিমধ্যে শামীমের সাথে দেখা হলে পিয়াল তার কাছে মাফ চেয়ে নেয়। এরইমধ্যে রেলস্টেশন এলাকায় বোমা বিস্ফোরণের মধ্য দিয়েই পিয়ালের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা পিয়ালকে রামদা, চাপট, গাছিদা দিয়ে কোপাতে কোপাতে পার্শ্ববর্তী পাইলট বালিকা বিদ্যালয় নিয়ে যায়। সেখানেই পিয়ালের মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী আরও জানায়, হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীরা সকলেই বিএনপি'র গ্রাম হিসেবে পরিচিত মোবারকপুরের বাসিন্দা। সন্ত্রাসীরা হলো মোবারকপুর গ্রামে আমিরুলের ছেলে ডালিম ও রিপন, কামারুলের ছেলে শাহিন ও শামীম, ইয়াকুব আলী ওরফে একো'র ছেলে সোহেল, সোবহানের ছেলে আইয়ুব এবং নজরুল ওরফে নজুর ছেলে মেহেদী। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের হিসেবেই এ খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, খুনের ঘটনার সাথে যারা জড়িত ইতিমধ্যেই আমরা তার তথ্য পেতে শুরু করেছি। অচিরে তাদেরকে আটক করা হবে। প্রসঙ্গত ৫ আগস্টের পর মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের উপর সন্ত্রাসী পিয়াল হামলা চালায়। তারই জের হিসেবে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে এলাকাবাসীর ধারণা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের প্রাথমিক সুরতহাল চলছিল।