নীলফামারীর সৈয়দপুরে মাঠে ঘাষ ক্ষেতে এসে একটি গরু পড়ে যায় পৌরসভার ড্রেনে। সংকুচিত ড্রেনে পড়ে ওই গরু আর উঠতে পারছিল না। এক পর্যায় এলাকার লোকজন গরুটিকে ড্রেন থেকে তোলার চেষ্টা করে। তবে তাদের চেষ্টা যায় বিফলে। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ৩০ মিনিট চেষ্টার পর ড্রেন থেকে গরুটি উদ্ধার করে। এটি ঘটেছে ৯ নবেম্বর শহরের ধোপা মাঠে। গরু মালিক তামান্না সিনেমা হলের পরিচালক মোঃ মাহবুব আলম ঝন্টু বলেন, আমি একটি অস্ট্রেলিয়ার গরু এনেছি। গরুটি মাঝে মধ্যে বাসার পাশের মাঠে ছেড়ে দেই। সেখানে ঘাষ খেয়ে গরু নিজেই বাসায় ফিরে আসে। শনিবার গরুটি ছেড়ে দিলে মাঠে ঘাষ খেতে খেতে এক সময় ড্রেনে পড়ে যায়। ড্রেনটি প্রশস্ত না হওয়ায় গরু ড্রেনে আটকা পড়ে। এ সময় পাশের লোকজন শত চেষ্টা করেও ড্রেন থেকে গরুটিকে উপরে তুলতে পারেনি। এদিকে গরুর অবস্থা যায় যায়। পরে আমি সৈয়দপুর ফায়ার সার্ভিসে খবর দেই। ওই খবর পেয়ে ফায়ার সার্ভিসের লিডার সাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি দল এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে গরুটিকে ড্রেন থেকে উদ্ধার করে। এ জন্য তিনি সৈয়দপুর ফায়ার সার্ভিস সদস্যদের ধন্যবাদ জানান। সৈয়দপুর ফায়ার সার্ভিস লিডার সাজেদুল ইসলাম বলেন,গরুটি ছিল বিদেশী এবং সাস্থ্যবান। ড্রেনটি ছিল সংকোচিত। ফলে গরু ড্রেনে পড়ে আর উঠতে পারছিল না। আমরা কৌশল অবলম্বন করে ড্রেন থেকে গরুটিকে উদ্ধার করে থাকি।