সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরী গ্রামের গাজী বাড়ি থেকে শনিবার সকালে সাখাওয়াত হোসেন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সাখাওয়াত হোসেন ওই গ্রামের মৃত লেদু গাজীর বড় ছেলে। মৃতের স্বজনরা জানিয়েছেন, সাখাওয়াত দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সাখাওয়াতের ছোট ভাই আল-আমিন গাজী জানান, শুক্রবার দিবাগত রাতে তারা একসাথে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে তার ভাইয়ের মরদেহ গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখেন। কাউনিয়া থানার ওসি মো. নুরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে গ্রেরণ করা হয়েছে।