সিনিয়রদের সাথে বাগ্বিতন্ডার জেরধরে হামলার বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) দ্বিতীয় বর্ষের ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার দুপুরে হামলা আহতরা জানিয়েছেন, ছয় দফা দাবি আদায়ে আইএইচটি বরিশালের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরইমধ্যে সিনিয়র ব্যাচের কয়েকজন শিক্ষার্থী কর্মসূচিতে যাওয়া-না যাওয়া নিয়ে নানান কথা বলা শুরু করেন। এনিয়ে জুনিয়র শিক্ষার্থীরা আলোচনা করায় প্রথমে শুক্রবার দুপুরে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ওপর হামলা চালায় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। এরপর পর্যায়ক্রমে হলের ভেতরে থাকা জুনিয়র শিক্ষার্থীদের খুঁজে খুঁজে মারধর করে নাবিল ইসলামসহ তৃতীয় বর্ষের ১০/১২ জন শিক্ষার্থীরা। সিনিয়রদের হামলায় আহত হয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম, সোহেল রানা, বিশ্বজিৎ, আরাফাতসহ ১১ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে শনিবার দুপুরে তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাবিল ইসলাম বলেন, এ ধরণের কোন বিষয় আমার জানা নেই। বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার আহবায়ক সুলতান আবিদ হাসান বলেন, ক্যাম্পাসে একটি ঝামেলা হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে কলেজ অধ্যক্ষ ঘটনাস্থলে এসেছিলেন। তিনি পরবর্তী কর্মদিবসে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। সদস্য সচিব মো. জিদান বলেছেন, দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে ঝামেলা হওয়ার বিষয়টি শুনেছি। এটি ক্যাম্পাসের অভ্যন্তরীণ ঘটনা। অপরদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে থানা পুলিশ। তবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।