প্রেমের টানে সুদুর শ্রীলঙ্কা থেকে দিলশান মাদুরাঙ্গা নামের এক যুবক পটুয়াখালীর দশমিনায় এসেছেন তার প্রেমিকার কাছে। প্রেমিকা সুবর্ণা আক্তার প্রেমের সিক্রিতি শরুপ তাকে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ করেছেন। জানা যায়, গত বৃহস্পতিবার শ্রীলংকান ওই যুবক তার প্রেমিকার টানে দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া গ্রামে তার প্রেমিকার বাড়িতে ছুঁটে আসেন। প্রেমিক দিলশান মাদুরাঙ্গা এবং প্রেমিকা সুবর্ণা আক্তার জর্ডানের একটি গার্মেন্টসে একই সাথে চাকরি করতেন। সেখানেই তাদের প্রথম পরিচয়ে ঘনিষ্ট বন্ধুত্ব হয়। এরপর তাদের সম্পর্ক প্রেমে রুপান্তরিত হয়। প্রেমিকা সুবর্ণা আক্তার মাসখানে আগে তার নিজ গ্রামের বাড়ি বাংলাদেশের চলে আসেন। এরপর গত বৃহস্পতিবার প্রেমিকা দিলশান মাদুরাঙ্গাও যোগাযোগের মাধ্যমে প্রেমিকার বাড়িতে চলে আসলে তাদের উভয়ের সম্মতিতে বিয়ে হয়।