চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকালে ফরক্কাবাদ কলেজের গান্ধী অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি বলেন,বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল এদেশের জনগণের তৃনমূলের সকল ধর্মের প্রতিশ্রদ্ধাশীল দল। ৫ আগস্টের আগে আমরা এভাবে কর্মী সমাবেশ করতে পারতাম না। আমাদের শত্রু চির শত্রু আওয়ামী লীগ। আমরা আমাদের কর্ম দিয়ে জনগণের মন জয় করতে হবে। ঘরে ঘরে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছাতে হবে। আমরা এখানে এসেছি আপনাদের থেকে সঠিক তথ্য জানার জন্য। যার বিরুদ্ধে অভিয়োগ আসবে আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, চাঁদাবাজি করে,মানুষের জমি দখল করে তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিবো। তিনি বলেন,আমরা এখানে একটি জনসভা করতে চাই।প্রতি ইউনিয়নেই আমরা করবো।আপনারা কবে করবেন থানা বিএনপির সাথে আলোচনা করে করবেন।নির্বাচন করতে হলে জনগণের ভালোবাসা প্রয়োজন। আর জনগণ তখনই ভালোবাসা দেখাবে যখন দেখবে বিএনপি নেতাকর্মীরা জনগণের জন্য কাজ করছে। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালি উল্যাহ খান,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলাউদ্দিন কাজী ও যুগ্ম সম্পাদক ডাক্তার ফারুকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদ রায়হান,সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক শরীর খান,উপদেষ্টা জিএম জহিরুল ইসলাম প্রমূখ । এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।