বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে নগরীতে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে নগরীতে র্যালি বের করা হয়। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।