একটি আধুনিক, বৈষম্যহীন, মেধাভিত্তিক জনপ্রশাসন নিশ্চিত করতে সকল ক্যাডারের মতের ভিত্তিতে জনপ্রশাসনের কাঠামোগত সংস্কারের জোর দাবী জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শনিবার দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভাগীয় সমাবেশে বক্তারা বলেছেন, জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে দক্ষ, প্রফেসনাল, আধুনিক ও সময়োপযোগী জনপ্রশাসন চালু করতে হবে। সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহবায়ক এটিএম রাসেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফাসহ বিভাগের বিভিন্ন প্রশাসনিক দপ্তদের ক্যাডার ও কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দরা।