গোটা দেশে বিএনপির কেন্দ্রিয় নেতাসহ জেলার নেতারা যখন আওয়ামীলীগ ও তাদের অনুসারীদের বিরুদ্ধে সোচ্চার। বিন্দু পরিমান ছাড় দিতে রাজি নয় ঠিক তখনই পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আঃ রহমান ফরাজি আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতি সহানুভুতি প্রকাশ করলেন। "এক পর্যায়ে রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে বিএনপিতে আসার জন্য আহবান জানালেন। তিনি বলেন রাঙ্গাবালীতে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিবে বিএনপি। আমি উপজেলা বিএনপির সভাপতি আঃ রহমান ফরাজী আপনাদের পাশে আছি। "দুইদিন আগের ৩মিনিট ২১সেকেন্ডের তার এমন একটি ভিডিও শুক্রবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাঙ্গাবালী উপজেলা বিএনপির একাধিক নেতৃবৃন্দ ( নাম প্রকাশে অনিচ্ছুক ) জানান, শনিবার দুপুরে রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার কথা কেন্দ্রিয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
উক্ত জনসভা উপলক্ষে গত ৬নভেম্বর শেষ বিকালে রাঙ্গাবালী উপজেলার রাজার বাজার এলাকায় পথসভায় আঃ রহমান ফরাজি এ বক্তব্য রাখেন। জানতে চাইলে, রহমান ফরাজি মুঠোফোনে জানান "আমি ওভাবে বলিনাই। যারা নিরীহ আওয়ামীলীগ তাদেরকে আমি দলে আসতে বলেছি আর যারা সন্ত্রাস করেছে তাদের ব্যপারে কোন ছাড় নাই। "