বরিশালের আগৈলঝাড়া উপজেলা বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বাগধা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে বাগধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ বখতিয়ারের সভাপতিত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সভাপতি ঢাকা জোন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান প্রধান অতিথি বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যূথানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পতন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। এর বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি বলেছেন বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে, সে জন্য প্রতিটি নাগনিরকের সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বচনের সক্ষমতা অর্জন জরুরী। তাই আমাদের বিএনপির সকল নেতাকর্মীকে ধর্য্যধারন করতে হবে। আমাদেরকে ঐক্যবধ্য থাকতে হবে। মানুষের সাথে ভালো আচরন করতে হবে, কোন মানুষের মনে কষ্টদেয়া যাবেনা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকারগঠন করতেপারে আমাদের সেই চিন্তায় আগাতে হবে। এসময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল লোকমান, সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা.মাহাবুবুল ইসলাম মাহাবুব, বিএনপি নেতা এডভোকেট নজরুল ইসলাম, আব্দুল মালেক আকন, বাগধা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান লালু, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ মোল্লা, জেলা উওর যুবদলের যুগ্ন আহবায়ক মো.রাশেদুল ইসলাম টিটন, উপজেলা সেচ্ছাসেবক দরের সদস্য সচিব আ:রাজ্জাক ফকির, যুগ্ন আহবায়ক কাজী সেলিম, আবু সায়িদ সরদার, বিএনপি নেতা আনোয়ার শাহ্, আব্দুল মান্নান শাহ্, আব্দুল মান্নান মিয়া প্রমূখ।