ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের অন্ধকারে সরকারি খাস পুকুরে ও খালে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে দখল করছিল আওয়ামী সমর্থিত মিজান গংরা। গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়া ও অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের হস্তক্ষেপে বন্ধ হয় ওই দখল কার্যক্রম। স্বস্থির নি:শ্বাস ফেলেছে সেখানকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শতাধিক পরিবার। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকার পোষ্ট অফিস পাড়ায় এই ঘটনা ঘটেছে। তবে মিজান মিয়া বলছেন এটা আমার ব্যক্তি মালিকানা নাল ভূমি। ইউএনও, পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শাহবাজপুর পোষ্ট অফিস পাড়ায় সরকারি খাল ও পুকুরে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে ভরাট করতে থাকেন একই এলাকার মিজান মিয়া এক ব্যক্তি। এই ভরাটের ফলে পোষ্ট অফিস পাড়ার শতাধিক হিন্দু ও মুসলমান পরিবারের পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তাই সেখানকার বাসিন্দারা শুরূতেই স্থানীয় ভূমি অফিসের লোকজনের মাধ্যমে দখলদারদের বাঁধা দিয়েছিলেন। ফলে প্রতিশোধ হিসেবে ওই ভূমি অফিসের কর্মকর্তার কাছে পাঠানো হয়েছিল কতিপয় কথিত সংবাদ কর্মী। তারা নিউজ না করে ভিডিও করে ওই কর্মকর্তাকে তটস্থ করার চেষ্টা করেন। এরপরই বৃহস্পতিবার রাত ১২টার দিকে ট্রাক্টর দিয়ে মাটি এনে ওই পুকুর ও খাল ভরাট শুরূ করেন। বিষয়টি জেনে যায় প্রশাসন। গভীর রাতে ইউএনও ও ওসি’র নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে ভরাট ও দখল বন্ধ করে দেন এস আই মো. ফারূক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। স্থানীয় বিএনপি নেতা মো. কামাল মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শোভনের প্রিয়ভাজন শাহবাজপুরের মিজান ও মাজেদ। আওয়ামী সমর্থিত ওই দুই ব্যক্তি জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন। মাজেদ বর্তমানে প্রবাসে আছেন। আর মিজান শাহবাজপুর পোষ্ট অফিস পাড়ায় একটি পুরাতন সরকারি খাস পুকুরে ও সংলগ্ন খালে মাটি ফেলে ভরাট ও দখলের চেষ্টা করছেন গত কয়েক দিন ধরে। নিজের ক্রয়কৃত নীচু জমির দাম বৃদ্ধির জন্যই তারা খাস পুকুর আর খাল ভরাট করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা সৌরভ পাল বলেন, গত দেড়/দুই শত বছরের পুরাতন এই খাল দিয়ে গ্রামের পানি তিতাস নদীতে যায়। এটা বন্ধ হলে জন দূর্ভোগ বেড়ে যাবে। মিজান মিয়া বলেছেন পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ করবেন না। তবে মিজান মিয়া বলেন, তিনি নিজের মালিকানাধীন নাল ভূমি ভরাট করছিলেন। একটি মহল ষড়যন্ত্র করে প্রশাসনকে দিয়ে মাটি ভরাটের কাজটি বন্ধ করিয়েছেন। পানি নিস্কাশন বন্ধ করব না। রাস্তার নীচু জায়গা উঁচু করতে মাটি ফেলেছিলাম। লোকাল আমীন দিয়ে মেপে সীমানা ঠিক করেছিলাম। প্রয়োজনে সরকারি লোক দিয়ে জায়গাটি আবার মাপযোগ করব। পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে আপাতত মাটি ফেলতে বলেছেন ওসি মহোদয়। সরাইল থানার এস আই মো. ফারূক হোসেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুকুর ভরাট বন্ধ করেছি। সেখানে খাস ও ব্যক্তি মালিকানা জায়গা রয়েছে। সরাইল উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, পুকুর ও খাল দুটিই খাস। ব্যক্তি মালিকানা জায়গা থাকলে সরকারি সার্ভেয়ার দিয়ে মেপে সীমানা নির্ধারণ করতে হবে। এছাড়া অনুমতি ছাড়া কোন ভূমির শ্রেণি পরিবর্তন করা আইন পরিপন্থী কাজ। তাই সেখানে মাটি ভরাট কাজ বন্ধ করে দিয়েছি।