বরগুনায় নবনিযুক্ত জিপি আব্দুল মজিদ তালুকদার, পিপি মোঃ নুরুল আমিন ও বিশেষ পিপি (নারী ও শিশু) রঞ্জু আরা শিপুর সাথে বরগুনা প্রেসক্লাবের সাংবাদিকদের চা-চক্র, পরিচিতি ও মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যা ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবনিযুক্ত জিপি আব্দুল মজিদ তালুকদার, পিপি মোঃ নুরুল আমিন ও বিশেষ পিপি (নারী ও শিশু) রঞ্জু আরা শিপু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান বাদশা, চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মুছা, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহেল হাফিজ, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, প্রমুখ। নবনিযুক্ত আইন কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ১৫ বছর একটা জগদ্দল পাথর জাতির বুকে চেপে ছিল। কোন গণমাধ্যম কর্মী স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা এখনও পানি ঘোলা করতে চায়। নেতৃবৃন্দ বিগত ১৫ বছরে বরগুনায় ঘুষ, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, দখলসহ যত প্রকার অন্যায় অনিয়ম হয়েছে সে ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।