ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলা মহিলা দল আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন দুপুরে উপজেলা সদরের হাসপাতাল রোডে মহিলা দল কার্যালয় থেকে র্যালী বের করা হয়। এর পর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গফরগাঁও রেলওয়ে স্টেশনে সামনে এসে র্যালী শেষ হয়। এর আগে মহিলা দল কার্যালয়ে জেলা মহিলা দলের সহ সভাপতি ও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমি'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল হাসান ফখরুল।
সভায় উপজেলা মহিলা দলের সহ সভাপতি জোসনা, সাধারণ সম্পাদক তানজিলা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।