কুষ্টিয়ার দৌলতপুরের আল্লাহর দরগর সেন্টার পাড়া গ্রামের মাদক সম্রাট জ্যোতির বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর রাতে অভিযান চালিয়ে নেশা জাতীয় ৩৮০ পিস ট্যাপেন্টা ডল ট্যাবলেট ৮টি মোবাইল সেট সহ মাদক ব্যবসায়ী সাইদুর রহমান ও রহিমা বেগমকে আটক করেছে যৌথ কাহিনী।জানা গেছে কুষ্টিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মেহেদী হাসান সঙ্গীয় সেনা সদস্য এবং কুষ্টিয়ার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েমাদকদ্রব্য সহ তাদের আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ আল্লাহর দরগা জ্যোতির বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে।