২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’। সিনেমাটি নিয়ে ২০১৯ সালের দিকে একই নামে শুরু হয় চলচ্চিত্র নির্মাণ। তার আগে রাজধানীর একটি ক্লাবে হয় ঘটা করে মহরত। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ওবায়দুল কাদের, সময় প্রকাশনীর কর্নধারসহ সিনেমা সংশ্লিষ্টরা। মহরতের পরেই শুরু হয় নির্মাণ। শুটিং এর জন্য বেছে নেয়া হয় কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জ। দুই চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মহরতেও উপস্থিত ছিলেন তিনি। ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোঁজ নেই ওবায়দুল কাদেরেরও। তবে পট পরিবর্তনের আগেই বছর দুয়েক আগে প্রকাশ পেয়েছিল গাঙচিল ছবির পোস্টার। শেষ হয়েছে শুটিংও। কিন্তু পোস্টার মুক্তি পেলেও সিনেমা মুক্তি অনিশ্চিত। কবে মুক্তি পাবে জানেন না পরিচালকও। এমনকি সিনেমাটি নিয়ে তিনি কথা বলতেও চাননি। সিনেমার দুই প্রধান অভিনয়শিল্পী ফেরদৌস ও পূর্ণিমা এবং সিনেমার পোস্টার। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটি কালার ও সম্পাদনার জন্য এখন আছে ভারতে। সেটা আদৌ কি অবস্থায় আছে সেটা জানা যায়নি। ছবিটি নিয়ে প্রধান অভিনেতা ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি সিনেমা সংশ্লিষ্ট কেউই মন্তব্য করতে চাননি সিনেমাটি নিয়ে। জানা গেছে, সিনেমাটিতে ফেরদৌসকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে এবং পূর্ণিমা অভিনয় করবেন এনজিও কর্মীর চরিত্রে। এছাড়াও অতিথি শিল্পি অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করছে ইচ্ছেমত ও নুজহাত ফিল্মস। এরমধ্যে নুজহাত ফিল্মস নায়ক ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান। ৫ আগস্টের পর তারও কোনো খোঁজ পাওয়া যায়নি।