ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট। সেই ফরম্যাটে প্রায় আট মাস পর খেলতে নামে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে গত বুধবার লাল-সবুজের প্রতিনিধিরা অবশ্য ফেরাটা রঙিন করতে পারেনি। রঙিন পোশাকে ফেরার দিনটি কেটেছে হতাশা ও মলিনতায়। যদিও সিরিজের প্রথম ম্যাচেও জয়ের খুব কাছাকাছি ছিল বাংলাদেশ। ৯২ রানের পরাজয় অবশ্য তা বুঝতে দিচ্ছে না। আবার ওই ম্যাচে যেভাবে হুট করে ভেঙে পড়ে হারতে হলো, মানসিকভাবে তা কিছুটা হলেও পিছিয়ে রাখে। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের সুযোগ আছে, এখনও দুটো ম্যাচ আছে। দুটি ম্যাচ নিয়ে না ভেবে, পরের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ব্যাকফুটে আছি। সর্বশেষ ওয়ানডে খেলেছি ৭-৮ মাস, ঐ ব্যাপারটাও কাজ করছিল। মাঠ নিয়ে একটা ধারণা হয়েছে।’ আফগান-জুজুর কারণে এভাবে হারতে হলো- এমনটা ভাবতে নারাজ মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে ছোট করে না দেখার আহ্বানও জানান তিনি। মিরাজ বলেন, ‘আফগানিস্তানের সাথে তো অনেকবার জিতেছি। ওয়ানডেতে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছি। দেশের মাটিতে সিরিজ জিতেছি। একটা ম্যাচ হেরে যাওয়ায় সব চলে গেছে এমন কিছু না। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দল ভালো মানের, কখনও কোনো দলকে ছোট বলতে পারবেন না। আমরা চেষ্টা করছি। একটা ম্যাচ খারাপ হয়ে গেছে।’ প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে।