জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানা এলাকায় পাঁচবাগে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ্ খানের নির্দেশনায় গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে পাঁচবাগ চৌকা বাজারে
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম খান মেম্বারের সভাপতিত্বে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করে ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার ও পাগলা থানা যুবদল নেতা মোঃ ইয়াহিয়া খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, শাহনেওয়াজ বাচ্চু, আমির উদ্দিন পালোয়ান ও আফজারুল ইসলাম উজ্জ্বল, পাগলা থানা কৃষকদলের আহবায়ক দিন ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, ময়মনসিংহ (দক্ষিণ) জেলা যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন উজ্জল, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য মিজানুর রহমান দীপ্ত, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা তাতীদলের সদস্য সচিব মনির হোসেন ও পাগলা থানা মৎসজীবী দলের সদস্য সচিব সাদির বেপারী প্রমূখ।