জামালপুরের মেলান্দহে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে এক মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষনের অভিযোগ মামলা দায়ের করেছে।
গত (৩ নভেম্বর) দুপুর ১টা দিকে উপজেলার চর পলিশা মধ্যপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
গত বুধবার (৬ নভেম্বর) রাতে ওই শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলাটি দায়ের করেছেন।
অভিযুক্ত মামলার আসামি একই এলাকার বাসিন্দা মৃত আব্দুস ছালামের ছেলে জাবেদ আলী (৫৫) ।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান।
মামলার এজাহার ও পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্থানীয় এক কওমী মাদ্রাসার পড়ালেখা শেষ করে বাড়ি ফেরার পথে শিশু শিক্ষার্থী(১০)কে জোড়পুর্বক ধর্ষণ করে অভিযুক্ত।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানাযায়, গত রবিবার (৩ অক্টোবর) বাড়ি ফেরার পথে
অভিযুক্ত জাবেদ আলীর বাড়ির সামনে পৌঁছলে ওই মাদ্রাসা ছাত্রীর পথরোধ করে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে ঘরে ডেকে নিয়ে যায়। অভিযুক্তের বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষন করে। এসময় শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকার দিলে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্ত
পালিয়ে যায়।
পরে কান্নাকাটি করে রক্তাক্ত জামা-কাপড় নিয়ে বাড়িতে পৌছে তার পরিবারকে বিষয়টি জানায়৷ পরিবার প্রাথমিক চিকিৎসায় তার শাররিক অবস্থার অবনতি হলে পরের দিন সোমবার তাকে জামালপুর
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করে ব্যর্থ হলে ভুক্তভোগী পরিবার মামলা করে।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান
সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষনের অভিযোগে মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারের অভিযান
চালানো হয়েছে।বর্তমানে আসামী পলাতক রয়েছে। খুব দ্রুতই আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।