কুড়িগ্রামের রাজিব পুরে উপজেলা বিএনপির আয়োজনে ২দিন ব্যাপিঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
এরপর শুক্রবার বাদ আসর শহরের প্রধান প্রধান সড়কে বনাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।শেষে রাজিব পুর নামা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আর্মি, , সাংগঠনিক সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা, রাজিব পুর ইউনিয়ন সভাপতি মোতালেব, মোহনগঞ্জ ইউনিয়ন সভাপতি আজিজুর রহমান মাষ্টার , কোদাল কাটি ইউনিয়ন সভাপতি আমিনুর রহমান মাষ্টার, উপজেলা যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, জিয়া সাইবার সিকিউরিটি পরিষদ সভাপতি খোরশেদ আলম,ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান পলাশ প্রমুখ।