প্রায় দেড় যুগ পর প্রকাশ্যে নীলফামরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ৮ নভেম্বর নীলফামারীর বড় মাঠে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর -দিনাজপুর অঞ্চলের পরিচালক মওলানা আবদুল হালিম। সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ২০০৯ সালের ১০ জানুয়ারী ক্ষমতায় আহরণের পরে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ প্রেমিক সেনাবাহিনীর ওপর। ক্ষমতার দুই মাসের মধ্যে তৎকালীন বিডিআরের সদর দপ্তরে চৌকস ৫৭ জন প্রতিশ্রুতিবদ্ধ সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। লাশ ভাসিয়ে দিয়েছিলেন পিলখানার ড্রেনের মধ্যে। রাতে বাতি নিভিয়ে ঘাতকদেরকে পিলখানা থেকে পালিয়ে যেতে সুযোগ করে দেয়া হয়েছিল। এই ঘাতকদের পরিচয় জাতিকে জানতে দেয়া হয়নি, ধামাচাপা দেয়া হয়েছে।
এছাড়াও তিনি বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে-প্রতিবেশী সুলভ আচরণ পেতে চাই । আদালত যখনই চাইবে তখনই যেনো শেখ হাসিনাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য ভারতের প্রতি আহবান জানিয়েছেন।
পাঁচ আগষ্ট পরবর্তী পট পরিবর্তনের প্রসঙ্গ টানেন ডা.শফিক, ফ্যাসিস্ট পতনের পর রক্তপাত এড়াতে দেশবাসী যে ধৈর্য ধারন করেছেন তারও প্রশংসা করেন জামায়াতের আমির। কর্মী সম্মলনে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারসহ জেলা জামায়াতে ইসলামীর অর্ধ-লক্ষাধীক কর্মী উপস্থিত ছিলেন ।