ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩ টায় এ র্যালীটি বের করা হয়।
র্যালীটি খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় থেকে শুরু হয়ে রেল ষ্টেশন হয়ে শিববাড়ি মোড় ঘুরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির পার্টি অফিসে গিয়ে সমাবেশে অংশ গ্রহন করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ডুমুরিয়া রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী তফসির আহমেদ, ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মশিউর রহমান লিটন, শেখ সরোয়ার হোসেন।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, অ্যাডভোকেট গাজী মশিউর রহমান, সাঈদুজ্জামান বাবু, জহুর আকঞ্জী, নজরুল ইসলাম, আজমল হুদা মিঠু, মোজাম, নজরুল, আক্তার, জাকির, আয়ূব আলী, শেখ জয়নুল আবেদীন, ইকরামুল ইসলাম, বিপ্লব হোসেন, রাহাজদ্দিন, আমিনুর রহমান, মজিদ জুয়াদ্দার, আইয়ুব আহমেদ, আতিয়ার রহমান, জিএম হাদিউজ্জামান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম মোড়ল, শহিদুল ইসলাম, চিকিৎসক জাহিদুর রহমান সরদার, দৌলত হোসেন প্রমুখ।