বরগুনার তালতলীতে এক রাতে ৫বাড়ীতে চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কলাবাগান এলাকার অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাসেম (বিএসসি) পাকা ভবনের গ্রীল কেটে চোরচক্র ঘরে প্রবেশ করে দুটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন, স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এ ছাড়াও একই রাতে পার্শ্ববর্তী গোলাম মাওলার পাকা ভবনে ভাড়াটিয়া ইউএনও অফিসের সিএ সোহাগ মিয়ার বাসায় ঐ রাতে লোক না থাকায় দরজার ছিটকানি ভেঙ্গে চোর চক্র ঘরে প্রবেশ করে, নুর আলম মেম্বরের বাসা ও তার ভাড়াটিয়া শিশির এর বাসায় ছিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং মনির তালুকদারের বাসায় ঢুকে চোর চক্র মালামাল, স্বর্নারংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
তালতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম খান জানান, চুরি হওয়া বাসাগুলোতে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।