চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
চাটখিল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর তত্বাবধানে , ও এসআই(নিরস্ত্র)/ মোহাম্মদ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) টুটন মজুমদার সঙ্গীয় ফোর্স সহ চাটখিল থানার ০১ নং শাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের সোমপাড়া টু শাহাপুর বাজার পাঁকা রাস্তার পূর্ব পাশে খালের পাড়ে আবুল কালাম এর মাছের প্রজেক্টে ০১ টি দেশীয় তৈরি এলজি, যার বাট সহ লম্বা ১৫(পনের) ইঞ্চি পরিত্যক্ত অবস্থায় পায়। উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকায় লিপিবদ্ধ করেন। এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক জানান, অবৈধ অস্ত্র উদ্ধার করতে পুলিশ অভিযান অব্যাহত রাখবে।