ঐতিহাসিক সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির উদ্যোগে পাগলা থানাধীন কান্দিপাড়ায় সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণাঞ্চলের শতবর্ষী বিদ্যাপিঠ কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ একযুগ পর বিএনপির এই বিশাল সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা মোঃ আক্তারুজ্জামান বাচ্চু।
হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশাল সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
প্রবীণ বিএনপি নেতা কলিমউদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথি বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু তার বক্তব্যে বলেন, বিপ্লব ও সংহতি দিবসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, সাবেক রাস্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে।
ঐতিহাসিক সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে একটি ভঙ্গুর রাস্ট্রের হাল ধরেন বাংলাদেশের সফল রাস্ট্রনায়ক জিয়াউর রহমান।আমাদের ধমনীতে রয়েছে সেই শহীদ জিয়ার রক্ত।
বুকে দেশপ্রেম আর জাতীয়তাবাদী আদর্শ নিয়ে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির একজন সেবক হয়ে গণমানুষের পাশে থাকতে চাই।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ডা: আব্দুল মান্নান, মোসাদ্দেক হোসেন মানিক, শেখ মো: ইছমত, মো: নুরুজ্জামান, আব্দুর রশিদ মেম্বার, আবুল কালাম মেম্বার, আব্দুল হাই মেম্বার, ফেরদৌস আলম মেম্বার, ইয়াসিন খান, আমিনুল ইসলাম বাবুল, উজ্জ্বল আহমেদ পাপ্পু, এডভোকেট জহিরুল ইসলাম নিঝুম, মিজানুর রহমান, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য আতিকুল ইসলাম বাবুল, হেলাল উদ্দিন সরকার, পাগলা থানা জাসাসের সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন, বিএনপি নেতা আশ্রাফ উদ্দিন মাস্টার, আলম সর্দার , আব্দুল কুদ্দুস নবু, শেখ রিপন আহমেদ, রইছ উদ্দিন, মজিবুর রহমান নয়ন, বেলাল আহমেদ, জিয়াউল হক স্বপন, ফরিদ খান, রফিক মিলিটারি , দুলাল উদ্দিন মেম্বার, আলী নুর রশিদ ঢালী খোকন, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন, পাগলা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লোকমান হোসেন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সেলিম মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সালে আকরাম তসলিম, আনার ঢালী, মো: শারফুজ্জামান, ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিম সারোয়ার, মনিরুজ্জামান মনির প্রমূখ।