সম্প্রতি পাহাড়ি ঢল আর ভাড়ি বৃষ্টিতে ময়মনসিংহের ধোবাউড়া ৭টি ইউনিয়নে ব্যাপক বন্যা দেখা দেয়। পনেরো দিন ব্যাপী বন্যায় এ অঞ্চলের মানুষেল আপন ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধোবাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ মৌলবীবাজার ব্যবসায়ী সংগঠন। সংগঠনটি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে। শুক্রবার দুপুরে উপজেলার কলসিন্দুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার করে ৯ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এসময় ঢাকা মৌলভীবাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি ফারুক আহমেদ সুমন, সংগঠনের সদস্য বোরহান উদ্দিন, বকুল উদ্দিন, আব্দুল আউয়ালসহ এলাকার গণমান্য ব্যর্ক্তিবগ উপস্থিত ছিলেন। নগদ অর্থ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।