বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি সংস্থা “বাংলাদেশ মিশন সার্ভিস”র পরিচালনা নিয়ে দু’গ্রুপে বিভক্তির কারণে কার্যক্রমে অচলাবস্থা । বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে শতশত পরিবার। এবিষয়ে বাংলাদেশ মিশন সার্ভিস”র সভাপতি মিল্টন বাবু বিশ্বাস শুক্রবার আগৈলঝাড়া প্্েরসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ ম্মেলন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার আস্কর গ্রামের সাতশিমুলিয়ায় বাংলাদেশ মিশন সার্ভিস (এনজিও)’র সভাপতি মিল্টন বাবু বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, আমেরিকা প্রবাসী আমার কাকা ড. জন নীহার রঞ্জন বিশ্বাস ১৯৯৫ সালে বাংলাদেশ মিশন সার্ভিস নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে। ৩০ বছর যাবত অত্র এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০২১ সালে তিনি পরলোক গমণ করলে তার স্ত্রী আমেরিকা প্রবাসী নওমি নীহার বিশ্বাস এনজিওটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করে দেড় বছর পূর্বে আমাকে সভাপতির দায়িত্বভার অর্পণ করেন। বর্তমানে এই এনজিওটিতে ২৮ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তার মধ্যে কেয়ারটেকার মঞ্জু বালা ও ঠিকাদার মাজহারুল ইসলাম নিপুকে তাদের স্ব স্ব পদ থেকে চলতি বছরের ২৪ এপ্রিল এনজিও’র পরিচালক ও ফাউন্ডার আমেরিকা প্রবাসী নওমি নীহার বিশ্বাস তাদের চাকরিচ্যূত করেন। মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুকে চাকরিচ্যূত এর পরের দিন কৃষি ব্যাংক আগৈলঝাড়া শাখা থেকে এনজিও’র সঞ্চয়ী হিসাব নং-০২০৯-০৩১০২৫০৫৪৬ একাউন্ট থেকে মঞ্জু ও নিপু ৭ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেন। চাকরি থেকে অব্যহতির পরে ম্যানেজার মঞ্জুকে কোয়ার্টার ত্যাগের নোটিশ দিলেও অদ্যাবধি সে সেখানেই বহালতবিয়তে অবস্থান করছেন।
মিল্টন অভিযোগে আরও বলেন, বর্তমান পরিচালনা কমিটির নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে কার্যালয় দখলসহ এনজিওটি তাদের ইচ্ছেমত চালাচ্ছে। কার্যালয়ের ভিতরে অবস্থিত একাধিক সিসি ক্যামেরা ভাংচুর করে তারা। এনজিও’র প্রশাসনিক ভবন, গীর্জা ও স্কুল থাকলেও তারা গেটে তালা মেরে রাখার কারণে আমরা ধর্মীয় অনুষ্ঠান পালন, শিশুদের স্কুলে পাঠদান ও কর্মকর্তা-কর্মচারীরা অফিসের কাজকর্ম করতে পারছেনা। আমরা এর প্রতিবাদ করলে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে তিনজনকে চার দিন জেল খাটিয়েছে। মঞ্জু বালা কেয়ারটেকার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেও বর্তমানে সে নিজেকে প্রয়াত ড. জন নীহার রঞ্জন বিশ্বাসের একজন স্ত্রী হিসেবে দাবি করছে, যাকোন সত্যতা নাই। আমার কাকার জীবদ্দশায় আমি বা এলাকার কেউ কোনদিন শোনেনি।
সংবাদ সম্লেলনে শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে বক্তব্য রাখেন স্থানীয় চিকিৎসক এলিয় বিশ্বাস, ম্যানেজার প্রবীর বৈষ্ণব, এনজিও কমিটির সদস্য লিটু বিশ্বাস ও শিক্ষক এঞ্জেলা বিশ্বাস প্রমুখ।
অভিযুক্ত অভিযোগের বিষয় অস্বীকার করে মঞ্জু বালা বলেন, জন নীহার রঞ্জন বিশ্বাসের সাথে আমার ২০১২ সালে বরিশাল আদালতে বিয়ে হয়েছে। সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।