নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবি)র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর এ উপলক্ষে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয় সাহেব পাড়া থেকে বের করা হয় এক বিশাল র্যালি। র্যালিটি সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে রেলওয়ে স্টেশন প্রদক্ষিণ করে পুনরায় সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ওই সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম কমল। বিশেষ অতিথি প্রকৌশলী সাদেক হাছান চৌধুরী। এছাড়াও বিভিন্ন বিষয়ে বক্তব্য বলেন, প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, শ্রী পিযুষ কান্তি রায়,সৈয়দপুর পৌরসভার প্রকৌশলী আব্দুল খালেক,সাবেক পৌরসভার প্রকৌশলী আরমান হোসেন ও আব্দুল বারেকসহ অনেকে।
সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মোনায়মুল হক। এছাড়াও বক্তব্য বলেন উপদেষ্টা প্রকৌশলী আজিজুল ইসলাম কমল,সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলামসহ অনেকে। সভা পরিচালনা করেন মেমিনুল ইসলাম।
প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা।