প্রিয় সুধী, চিতলমারী প্রেসক্লাবের সুনাম নষ্ট করার জন্য বিগত স্বৈরাচারী সরকারের কতিপয় এক শ্রেণীর দালাল চক্র ২০.০১.২০২৪ তারিখের “ চিতলমারী প্রেসক্লাবের নামে একটি বানোয়াট এবং ভূঁয়া কমিটি তৈরী করে এবং সেই ভূঁয়া কমিটি ২৬.১০.২০২৪ তারিখে মুন্সী দেলোয়ার হোসেন (দলিল লেখক) এর ফেসবুক আইডি থেকে পোষ্ট করা হয়। যে পোষ্টটি চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সীসহ সকল সাংবাদিকদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি চোখে পড়ায় তাৎক্ষনিক প্রেসক্লাবে জরুরী সভা ডাকা হয়। এ বিষয়ে আলোচনায়ন্তে জানা যায়, মুন্সী দেলোয়ার হোসেন চিতলমারী উপজেলা যুবলীগের সদস্য হিসাবে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার লক্ষ্যে শুধু প্রেসক্লাব নয়, তিনি বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে ফেসবুকে আরো অনেক উস্কনি মূলক পোষ্ট দিয়ে সক্রিয় ভাবে যুক্ত রয়েছে। যাহা চিতলমারী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগন গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন। তারই ধারাবাহিকতায় মুন্সী দেলোয়ার হোসেনকে উক্ত পোষ্টটি তিন ঘন্টার মধ্যে তুলে নিতে বলা হলো। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ কঠোর কর্মসূচী নেয়া হবে বলে আলোচনায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।