"বৈষম্যহীন কর্মক্ষেত্র- সময়ে দাবী" এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে বরিশালে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ১০ টায় সংগঠনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর একটি রেলি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অর্ন্তবর্তীকালীন জেনিক কমিটি বরিশাল জেলা কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ মাহফুজ আলম মিঠু'র সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ শাহিন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি বরিশাল শাখার প্রধান উপদেষ্টা ও নগর বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ। সভায় বক্তারা গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ডিইএব) বরিশাল শাখার সহ-সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম, প্রকৌশলী
নিয়াজ মোরশেদ, সহ সাধারন সম্পাদক বায়জিদ, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, ডিইএব মহানগরের সদস্য সচিব নিয়াজ প্রমুখ। এছাড়াও বরিশালের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এর কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। শেষে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।