বঙ্গোপসাগর তীরবর্তী শুঁটকি আহরণকারী জেলেদের ঘূর্ণীঝড়ের সতর্ক বার্তা জানানোর জন্য সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়্যারলেস সেট স্থাপন করা হয়েছে। সিপিপি দুর্যোগে জেলেদের উদ্ধারে সেখানে ১২০ জনের ৬টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। তবে নারকেল বাড়িয়া ও শ্যেলার চরে ৪/৫ হাজার জেলে থাকলেও সেচ্ছাসেবক দল গঠন করা হয়নি। ওই দুটি চরে স্বেচ্ছাসেবক দল গঠনের দাবি জানিয়েছেন দুবলা ফিসারম্যান গ্রুপ। ঘূর্ণীঝড় প্রস্ততি কর্মসূচীর (সিপিপি) শরণখোলার জুনিয়র পরিচালক (ভারপ্রাপ্ত) আরাফাতুল ইসলাম বলেন, ঘূর্ণীঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় দুবলারচর অঞ্চলে হাজার হাজার শুঁটকিকরণ জেলে অবস্থান করে । জেলেরা ঘূর্ণীঝড়ের আগাম সতর্ক বার্তা পেয়ে যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সে জন্য দুবলার অফিসকেল্লায় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ওয়ারলেস সেট স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল সন্ধ্যা দুইবার এই ওয়্যারলেস সেট দিয়ে আবহাওয়া বার্তা গ্রহণ করে তা জেলেদের জানানো হবে। এ ছাড়া দুর্যোগের সময় জেলেদের উদ্ধারে দুবলার অফিসকেল্লায় ১টি, মাঝেরকেল্লায় ১টি, জামতলায় ১টি এবং আলোরকোলে ৩টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে ২০জন করে সদস্য রাখা হয়েছে। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদকে স্বেচ্ছাসেবক দল সমূহের প্রধান করা হয়েছে বলে সিপিপির জুনিয়র পরিচালক জানিয়েছেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বীরমুক্তিযোদ্ধা কামাল আহম্মেদের অনুমতি থাকলে মন্ত্রনালয়ের অনুমোদনক্রমে নারকেল বাড়িয়া ও শ্যেলার চরে আরও দুটি দল গঠন করা যেতে পারে। সিপিপির শরণখোলা উপজেলা টিমলিডার মাহবুবুর রহমান মিন্টু ফকির বলেন, জেলে পল্লীতে ৪ নভেম্বর জেলেদের আগমন ঘটলেও দূর্যোগে তাদের সার্বিক সহযোগীতা করার জন্য আগেই উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়্যারলেস সেট স্থাপন করা হয়েছে। এসময় জুনিয়র পরিচালত ভারপ্রাপ্ত আরাফাতুল ইসলাম, পুলিশের একটি টিমসহ আমরা স্থাপন করে ওয়্যারলেস অপারেটর আবুল কাসেম দ্বায়িত্বে রয়েছেন। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণীঝড় প্রস্ততি কর্মসূচীর আওতায় দুবলারচরে ওয়্যারলেস সেট স্থাপন করায় জেলে মৎস্যজীবিদের অনেক উপকার হবে। দুবলায় সিপিপি.র ৬টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হলেও নারিকেলবাড়ীয়া ও শ্যালারচরে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়নি। ঐ দুই চরে ৪/৫ হাজার জেলে থাকায় সেখানেও স্বেচ্ছাসেবক দল গঠনের জন্য তিনি সিপিপি.র প্রতি আহবান জানিয়েছেন।