পটুয়াখালীর বাউফলে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। পৃথক দুটি কর্মসূচিতেই ব্যাপক নেতা-কর্মীর সমাগম দেখা গেছে৷ আজ (৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল ৪ টায় পৌর শহরের পাবলিক মাঠ মুক্তমঞ্চে উপজেলা বিএনপির এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২ টা থেকেই বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে শুরু করে। একপর্যায়ে সমাবেশস্থল কানায় পূর্ণ হয়ে যায়৷ সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক জব্বার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। এছাড়াও প্রধান বক্ত হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল গনি শিকদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে,আওয়ামীলীগ সরকারের নানা অনিয়ম ও বৈষম্যের কথা তুলে ধরেন এবং জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। এরআগে বেলা ১১টার দিকে বাউফলের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে পৌর বিএনপির এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি উপজেলা পরিষদ সংলগ্ন এমপি ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম, সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।