জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশ পরিচয়ে দিন দুপুরে সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দৌলতপুর গ্রামের হিন্দু পাড়া নকুল বর্মনের ছেলে মথুর বর্মনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনা সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুটি মোটরসাইকেল যোগে চারজন ব্যক্তি ওই গ্রামে প্রবেশ করে। পথিমধ্যে মথুরের বড় ভাই সয়নকে দেখতে পেয়ে পুলিশ পরিচয় দিয়ে মথুরের বাড়ির ঠিকানা জানতে চায়। সয়ন ভয়ে মথুরের বাড়ি দেখিয়ে না দিয়ে চলে যায়। পুলিশ পরিচয়ে ডাকাত দল ওই গ্রামের একটি শিশুকে সাথে নিয়ে মথুরের বাড়িতে নিয়ে যায়। মথুর একজন গরু ব্যবসায়ী সে সকালে গরুর হাটে যায়। ওই সময় মথুরের স্ত্রী তার ছোট ছেলেকে নিয়ে মন্দিরে উপানুষ্ঠানিক স্কুলে য়ায়। বাড়ি ফাঁকা পেয়ে ওই ডাকাত দলের তিনজন সদস্য বাড়ির মূল দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে বাক্সের ভিতর থেকে নগদ ৩০ হাজার টাকা, চার আনা সোনার দুল ও তিন ভড়ি রুপার অলংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। মথুরের ভাই সয়ন বলেন, পুলিশ পরিচয়ে ওই ডাকাত দল মথুরের বাড়িতে গিয়ে যখন ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকে তখন আমি মথুরের বাড়িতে যাই। তাদের একজন আমাকে বাহিরে আটকে রাখে। আমি গ্রামের লোকজনকে ডাকতে চাইলে ভয় দেখায় "তুই কিন্তু ঝামেলায় পরবি" এই বলে আমাকে কথা বলতে দেয়নি। ওই ডাকাত দলের হাতে কি ছিল জানতে চাইলে সয়ন বলেন, ওরা চার জন ছিল একজনের কোমরে হ্যানকাপ ও ওয়ারলেসের মতো একটা কিছু ছিল। ক্ষেতলাল থানার অফিসার ইনর্চাজ ওসি তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৩ টায় ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি যুগান্তরকে বলেন, এখানে গ্রামের লোকজন বলছে ডিবি পরিচয় দিয়ে এক হিন্দু বাড়িতে দিনের বেলায় কিছু টাকা পয়সা চুরি করেছে।