নড়াইলের লোহাগড়ায় দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর আলহাজ¦ কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স। জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিনের কলাগাছি বাজার, ব্রাক্ষ্মন ডাঙ্গা বাজার, লক্ষীপাশা ও লোহাগড়া বাজার এলাকায় নানা শ্রেণিপেশার মানুষের সাথে গণসংযোগ সহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য ডাঃ ইউসুফ, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, যুবদলের সাধারন সম্পাদক মোঃ সাবু সরদার, বিএনপি নেতা মোঃ মফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কেএম মিরাজ, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফরহাদ ইসলাম। গণসংযোগের আগে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আলহাজ¦ কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। তিনি সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করাসহ সাধারন মানুষের পাশে থাকবার আহবান জানান।