রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত আওয়ামী লীগের শাসনামলে জ্যামিতি বক্সের কাটা কম্পাস দিয়ে বুকে ও গলাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রদল নেত্রী জান্নাতুল নওরীন উর্মী সংবাদ সম্মেলন করেছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতনের বর্ণনা তুলে ধরে এবং সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীকে ছাত্রলীগ নেত্রীর তকমা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে তিনি এ সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মী লিখিত বক্তব্যে বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা ২০২০ সালের ১ মার্চ রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমার ওপর হামলা চালায়। ওই হামলার পর আমাকে নিয়মিত পড়াশুনাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা দেয়ারও অনুমতি দেয়নি। তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর ছাত্রদলে চাঁদাবাজ ও মাদকাসক্তদের কোন স্থান নেই বলে বক্তব্য দেওয়ার পরেই কতিপয় ব্যক্তি আমার ওপর ক্ষিপ্ত হয়। তারই ধারাবাহিকতায় ওই ব্যক্তিরা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমাকে ছাত্রলীগের তকমা লাগানোর চেষ্টা করছে। আমি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।