মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের খুশি হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন। বৃহস্পতিবার দুপুরে জেলার বাকেরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের নীতি নির্ধারক এ দেশের আপামর জনতা। এ দেশের মানুষই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের ঐতিহ্য বজায় রাখবে। ডোনাল্ড ট্রাম্প, জো-বাইডেন কিংবা ওবামারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব এনে দেয়নি। কাজেই বাংলাদেশের মানুষই তাদের ভাগ্য নির্ধারণ করবে। সভা শেষে পৌরশহরে একটি র্যালি বের করা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। অপরদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীতে পৃথক সমাবেশ ও র্যালি করেছে বিএনপি। বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আয়োজনে বেলা সাড়ে ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা শহরে র্যালি বের করে। র্যালিতে জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শহীনসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে মহানগর যুবদলের আয়োজনে নগরীর সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়।