যশোরের অভয়নগর উপজেলায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া বাজারের উপজেলা মোড় সংলগ্ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির অন্যতম নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলু, থানা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্যা, থানা ছাত্রদলের সদস্য সচিব তকিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন গাজী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিপু, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সদস্য জাকির হোসেন, থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল সরদার। পরে যশোর-খুলনা মহাসড়কে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় ঘুরে এসে শেষ হয়। পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা মোড় সংলগ্ন বিএনপি’র আঞ্চলিক কার্যলয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, শুভরাড়া ইউনিয়ন বিএনপি নেতা শেখ রাফসান হোসেন। আলেঅচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।