কুড়িগ্রামের রাজারহাটে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় ভারপ্রাপ্ত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা, উপজেলা আইসিটি অফিসার জনাব মোঃ রেজাউল হাসান। সভায় রাজারহাট ইউএনও মোঃ আশাদুল হক বলেন, গ্রাম আদালত এখতিয়ারভূক্ত মামলাগুলো সালিশের মাধ্যমে নিস্পত্তি না করে লিখিত ফরম ফরমেট ব্যবহার করে চেয়ারম্যানগণ নিস্পত্তি করবেন। এ ছাড়া উচ্চ আাদালত থেকে আগত মামলাগুলো দ্রুত নিস্পত্তি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন প্রেরণ করবেন। থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, সকল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বাস্তবায়নে কোন জটিলতার সৃষ্টি হলে যে কোন সময়ে রাজারহাট থানার পুলিশ প্রশাসনের সহযোগীতা পাবেন। সভায় সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও ইউডিসিগণ উপস্থিত ছিলেন।