চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার নবাগত ওসি খাইরুল বাশার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। গত বুধবার সন্ধ্যায় রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,থানাকে দালালমুক্তসহ নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় ওসি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগীতা চেয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিম, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবদুল বারি, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহসভাপতি শফিকুল ইসলাম,সহসম্পাদক আল-মামুন বিশ্বাস,সদস্য ইয়াহিয়া খান রুবেল, সারওয়ার জাহান সুমন, এমরান আলী বাবু, শাহরিয়ার শাহাদাৎসহ সাংবাদিক নাহিদ ইসলাম, মনিরুল ইসলাম দোয়েল, আবদুস সালাম তালুকদার, নুর মোহাম্মদ আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম, সামিরুল ইসলামসহ অন্য গণমাধ্যম কর্মীরা।